বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ জুন থেকে নিজস্ব বহরে হজ ফ্লাইট পরিচালনা করবে। প্রথম হজ ফ্লাইট ৫ জুন দেশ ছাড়বে। সমস্ত ফ্লাইট ডেডিকেটেড ফ্লাইট হবে।
বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্স প্রশিক্ষণ কেন্দ্রে ভিউ বিনিময় সভায় বিমান কর্তৃপক্ষ বিষয়টি উন্মোচন করে। বিমান 29,000 হজযাত্রী বহন করবে।
বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছরগুলোতে হজ যাত্রী পরিবহনের জন্য তাদের দুই থেকে তিন মাস ছিল। এবার তারা এক মাসেরও কম সময় পায়। নির্ধারিত সময় থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে।
হজের সময় উড়োজাহাজটি লিজ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এবার কোনো বিমান লিজ দেওয়া হচ্ছে না।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, কাস্টমার সার্ভিসের পরিচালক মো। সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, পরিচালক (প্রকৌশল) এয়ার কমডোর মৃধা মো। একরামুজ্জামান, পরিচালক (পরিকল্পনা) এয়ার কমোডর (অব।) মো। মাহবুব জাহান খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো। নওসাদ হোসেন, ফ্লাইট সেফটি প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, বিএফসিসি জেনারেল ম্যানেজার শামসুল করিম, জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার প্রমুখ।
মন্তব্য করুন