ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরপা গ্রামে ঘরে আগুন লেগে এক যুবকের দেহ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ৩ দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৫)। সাইদুল ইসলাম ঐ গ্রামের চান মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তাদেরকে কেউ খবর দেয়নি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। ঘরের ফ্রিজ, টিভি, গ্যাস সিলিন্ডার, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।
নিহতের দ্বিতীয় স্ত্রাী সুমি জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্বামীর সাথে ঝগড়া করে ২০ দিন ধরে তিনি বাপের বাড়িতে অবস্থান করছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সাইদুলের ১ম স্ত্রী চলে যাওয়ার পর ৪ মাস আগে কাহালগাঁও গ্রামের মোশারফের মেয়ে সুমিকে বিয়ে করেন। এক মাস আগে সাইদুলের মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় দ্বিতীয় স্ত্রী সুমি বাপের বাড়ি চলে যায়।
৪ বোনের এক ভাই ছিলেন সাইদুল। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ করে সাইদুলের ঘরে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুন লাগায় এলাকার লোকজন আসতে আসতে ঘরে থাকা সাইদুলসহ ঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে যায়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, অগ্নিদগ্ধ যুবকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের বোন সাবিনা আক্তার জানায়, এক মাস আগে সাইদুলের মানসিক সমস্যা দেখা দেয়। স্ত্রীকে মারধর করায় ২০ দিন আগে ভাইয়ের স্ত্রী বাপের বাড়ি চলে যায় । তবে ঘরে আগুন লাগার বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ফুলবাড়িয়া থানার এস আই শাহিনুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে। আগুন লাগার কারণ জানা যায়নি।
মন্তব্য করুন