তারুয়া দ্বীপ ভোলা জেলার বঙ্গোপুসাগরে জেগে ওঠা চরফ্যাশান উপজেলার কক্সবাজার ও কুয়াকাটার মধ্যবর্তী স্থানে অবস্থিত । এই দ্বীপ প্রকৃতিক সৌন্দর্যের এক অপরুপ নীলাভুমি । এই সমুদ্র সৌকতে রয়েছে বিশাল জলরাশিসহ প্রকৃতিক নানা সৌন্দর্য ।
তারুয়া দ্বীপের সৌন্দর্য শত শত পর্যটকে আকৃষ্ট করছে প্রতিনিয়তই । অবকাঠামোগত উন্নায়ন ও সুষ্টু ব্যবস্থানার মাধ্যেমে তারুয়া দ্বীপ হতে পারে দেশের পর্যটক খাতের নতুন সংযোজন।
এই নয়ানা বিরাম দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা সহ অনান্য সুযোগ সুবিধার অভাব পর্যটন খাতের বিকাশের অন্তরায় বলে মনে করছেন স্থানীয়রা ।
ইবাংলানিউজ২৪.কম ।
তথ্য সূত্রঃ
উইকিপিডিয়া
চ্যানেল২৪
মন্তব্য করুন