স্বাধীনতার ৫০ বছর পর বিশ্ব দেখতে পাচ্ছে বাংলাদেশেকে অনন্য অসাধারণ চিত্রে।
স্বাধীনতার পর বাংলাদশ দুই দশক পর্যন্ত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল। কোন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে গেলে বিদেশী দাতা সংস্থার উপর নির্ভরশীল থাকতে হতো। সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার দুই দশক পর অর্থনীতি যে ক্রমবর্ধমান উন্নয়নের ধারা বইছে তা এখনো বর্তমান।
১৯৯৭১ সালে বাংলাদেশের যে বাজেট ঘোষনা করা হতো তার পরিমাণ ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। সেখানে স্বাধীনতার ৫০ বছর পর এ বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা।
১৯৭১-৭২ সালের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ১.৫ থেকে ২ শতাংশ। সেখানে গত ১০ বছরে ধরে স্বাধীনতার ৫০ বছর পর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ।
১৯৭১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১০০ ডলার সেখানে স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২০৬৪ ডলার।
স্বাধীনতার পর দারিদ্র বিমোচনের ব্যাপক সাফল্য অর্জন হয়েছে বাংলাদেশের।
এগুলোতো পরবর্তী বাংলাদেশের দারিদ্র্য হার ছিল ৭০ থেকে ৮০ শতাংশ। স্বাধীনতার ৫০ বছর পর তেহার হচ্ছে ২০২০ থেকে ২১ শতাংশ।
তার পাশাপাশি বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে অনেক।স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর।বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর
বাড়ছে বিদেশি রেমিটেন্স আয়। স্বাধীনতার পর বাংলাদেশের রেমিটেন্স আয় ছিল ১ কোটি ডলার।
বর্তমানে বাংলাদেশের মানুষের রেমিটেন্স হচ্ছে ১৭ কোটি ডলার।বাংলাদেশের জিডিপির হার ও মাথাপিছু হার বৃদ্ধির সূচক বলে দেয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে বহুগুণ। বাংলাদেশি রিজার্ভের পরিমাণ হচ্ছে ৪ হাজার ৪০০ কোটি ডলার যা দিয়ে ১০ মাসের আমদানি ব্যয় বহন করা যাবে।
অন্যদিকে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার সহনীয় যা ৫ থেকে ৬ শতাংশের মাঝে উঠানামা করছে।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন ২০৩২ সালে বাংলাদেশ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।
২০৩৩ সালে বাংলাদেশে হবে অর্থনীতিতে একটি বিরাট বড় দেশ। যার অবস্থান হবে ২১ তম।
বর্তমান বাংলাদেশ ৪১ তম অর্থনৈতিক উন্নয়নের দেশে অবস্থান করছে।
বাংলাদেশ ২০৩৪ সালে দক্ষিণ আফ্রিকা ,সিঙ্গাপুর ,সুইজারল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া মতো দেশকে পেছনে ফেলবে।
আর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির হার ৭% থাকবে ১৪ বছর পর্যন্ত।
এই সময় বাংলাদেশে হবে ২৪ তম বৃহত্তম অর্থনীতির দেশ।
ইবাংলানিউজ২৪/
- স্বাধীনতার ৫০ বছরেরও বাংলাদেশে উন্নায়ন চলমান । ১২ বছর পর মালোয়েশিয়া সহ অন্যান্য দেশ।
- স্বাধীনতার ৫০ বছরেরও বাংলাদেশে উন্নায়ন চলমান । ১২ বছর পর মালোয়েশিয়া সহ অন্যান্য দেশ।
- স্বাধীনতার ৫০ বছরেরও বাংলাদেশে উন্নায়ন চলমান । ১২ বছর পর মালোয়েশিয়া সহ অন্যান্য দেশ।
মন্তব্য করুন