যেখানে শেষ ঠিক সেখান থেকেই যেন শুরু । নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু। নিউজিল্যান্ডের সিরিজের ব্যর্থতায় ভর করছে টি২০ তেও। । ভয়-ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক । কিন্তু সেই ভয়-ডর হীন টিক্রেট নিউজিল্যান্ডের ধুমরে মুচরে দিতে সময় লাগেনি নিউজিল্যান্ডের। যাদের উপর প্রত্যাশা ছিলো বেশি তারাই হতাশা ডুবিয়েছে সমপরিমানে।
আজ নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ । হ্যামিলটনে টাইগারদের সহজ ৬৩ রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ ।
আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান তুলে নেন কিউরা । নিজেদের অভিষেক টি২০ ম্যাচে ৫০ তুলে নেন উইল ইয়ং । আর সর্বাধিক রান অপরাজিত রান করেন ডেভিন কনওয়ে।
যেখানে শেষ ঠিক সেখান থেকেই যেন শুরু নিউজিল্যান্ডের সিরিজের ব্যর্থতায় ভর করছে টি২০ তেও। । ভয়-ঢর হীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন বাংলাদেশের অধিনায়ক । কিন্তু সেই ভয়-ডর হীন টিক্রেট নিউজিল্যান্ডের ধুমরে মুচরে দিতে সময় লাগেনি নিউজিল্যান্ডের। যাদের উপর প্রত্যাশা ছিলো বেশি তারাই হতাশা ডুবিয়েছে সমপরিমানে।
আজ নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ । হ্যামিলটনে টাইগারদের সহজ ৬৩ রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ ।
আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান তুলে নেন কিউরা । নিজেদের অভিষেক টি২০ ম্যাচে ৫০ তুলে নেন উইল ইয়ং । আর সর্বাধিক রান অপরাজিত রান করেন ডেভিন কনওয়ে।
বাংলাদেশের মধ্যে অভিষেক ম্যাচে ২ উইকেট তুলে নেন স্পিনার নাসুম আহম্মেদ । জবাবে ৮ উইকেটে ১৪৪ রানে হারে টিম বাংলাদেশ। অপেনার নাঈম শেখ ওপেনিং জুটিতে ব্যাট করেন লিটন দাশ । এই জুটিতে নাঈম ২৭ রানে আউট হলে । টপ অটারে আর কেউ দায়িত্ব নিয়ে দাড়াতে পারেনি। ৬৯ রানে ৬ উইকেট হারে চাপে পরে বাংলাদেশ । অনেকটা নিশ্চয়ত হয়ে যায় টিম বাংলাদেশের হার । সর্বাধিক ৪৫ রান করেন আফিফ হাসান । ল্যাগ স্পিনার ইশ শোদি নেন ২৮ রানে ৪ উইকেট। ইশ শোদি পর পর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দেয় অনেকটা । পর পর দুই বলে দুই উইকেটের শিকার হয় যথাক্রমে সম্য ও মিথুন । পরের অভারে ইশ শোদি আউট করেন মাহমুদ্দুলা ও শেখ মেহেদিকে।
আগামী মুঙ্গলবার হবে দ্বিতীয় টি২০ ।
-
নিউজিল্যান্ড
- ডেভন কনওয়ে করেন ৯২ রান ।
- উইল ইয়ং করেন ৫৩ রান।
- মার্টিন গাপটিল করেন ২৫ রান ।
- নিউজিল্যান্ডের উইকেট নেন ।
- নাসুম আহম্মেদ -২/৩০।
- মেহদী হাসান – ১/৩৭ ।
-
বাংলাদেশ
- আফিফ হাসান-৪৫ রান।
- সাইফউদ্দিন – ২৪ রান ।
- বাংলাদেশের উইকেট নেন
- ইশ সোধি- ৪/২৮
- লকি ফার্গুসন ২/২৫
বাংলাদেশের মধ্যে অভিষেক ম্যাচে ২ উইকেট তুলে নেন স্পিনার নাসুম আহম্মেদ । জবাবে ৮ উইকেটে ১৪৪ রানে হারে টিম বাংলাদেশ। অপেনার নাঈম শেখ ওপেনিং জুটিতে ব্যাট করেন লিটন দাশ । এই জুটিতে নাঈম ২৭ রানে আউট হলে । টপ অটারে আর কেউ দায়িত্ব নিয়ে দাড়াতে পারেনি। ৬৯ রানে ৬ উইকেট হারে চাপে পরে বাংলাদেশ । অনেকটা নিশ্চয়ত হয়ে যায় টিম বাংলাদেশের হার । সর্বাধিক ৪৫ রান করেন আফিফ হাসান । লাগ স্পিনার ইশ শোদি নেন ২৮ রানে ৪ উইকেট। ইশ শোদি পর পর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দেয় অনেকটা । পর পর দুই বলে দুই উইকেটের শিকার হয় যথাক্রমে সম্য ও মিথুন । পরের অভারে ইশ শোদি আউট করেন মাহমুদ্দুলা ও শেখ মেহেদিকে।
আগামী মুঙ্গলবার হবে দ্বিতীয় টি২০ ।
ইবাংলানিউজ২৪/
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
- নিউজিল্যান্ডের সফরে টিম বাংলাদেশ ক্রিকেট টি২০ হার দিয়ে শুরু।
মন্তব্য করুন