আজ সংসদ অধিবেশনে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের গতকালের বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৬ মার্চ হেফাজতের তান্ডবে পুলিশ কেন ধৈর্য্য ধারন করছে এমন একটি প্রশ্নের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার ধৈর্য্য ধরেছি , আমরা বিরত করার চেষ্টা করেছ। সংঘাতে সংঘাত বাড়ে তা সরকার চায় নি।
তিনি আরো বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ভালোভাবে উৎযাপন করাই ছিলো সরকারের মূল লক্ষ্য । তবে যারা এটা করছে (২৬ মার্চের ) দেশবাসী বিচার করবে ।
বক্তব্যের এক পযায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , মামনুল হকের গত কালের বিষয় উল্লখ্যে করে বলেন, আমি বেশি কিছু বলতে চাইনা, গতকাল আপনার দেথেছেন । একদিকে ইসলামের নাম , ধর্মের নাম, পবিত্রতার নাম, এত কিছু বলে- যত অপবিত্র কিছু কাজ করে, ধরা পরে সোঁনারগাঁয়ে রিসোর্টে।
হেফাজতের সহকারি জয়েন সেক্রেটারি মামুনুল হক বিষয় তিনি আরো বলেন, পার্লারে কাজ করে এক মহিলা, একদিকে বউ হিসেবে পরিচয় দেয় .আবার নিজের বউয়ের কাছে বলে অবস্থার প্রেক্ষিতে আমি বলেফেলেছি। যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে তারা এমন মিথ্যা কথা বলতে পারে? ।
প্রধানমন্ত্রী মামুনুল হকের ধর্মের কথা উল্লেখ করে বলেন, যে এমন কাজ করতে পারে সে আবার কি ধর্ম মানুষকে শিখাবে।
হেফাজতের সদেস্যেরদের অনুরোধ করে বলেন প্রধানমন্ত্রী, তারা যেন বুঝে নেয় , কেমন নেতুত্ব তাদের।
মন্তব্য করুন