প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আরও সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার জাতীয় সংসদে বিশেষ আলােচনায় সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি দেশকে আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন দেশে উন্নীত করতে চান বলে উল্লেখ করেন।
এর আগে বিশেষ আলােচনার জন্য জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় সংসদে সাধারণ প্রস্তাব তােলেন প্রধানমন্ত্রী। এরপর প্রস্তাবের পক্ষে তিনি বক্তব্য দেন। পরে এই প্রস্তাব নিয়ে আলােচনা করেন সাংসদেরা। আজ বৃহস্পতিবারও এই বিশেষ আলােচনা চলবে। পরে প্রস্তাবটি গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যে সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি, জাতির পিতা বেঁচে থাকলে সেই জায়গায় আমরা স্বাধীনতার ১০ বছরে পৌঁছে যেতে পারতাম।’
দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখে বারবার ভােট দিয়ে সরকার গঠনের সুযােগ দিয়েছে, যার কারণে আজ আমরা উন্নয়নের মহাসড়কে। ১২ বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতাকে জনগণের সেবা করা, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার সুযােগ। মনে করেন। সরকার দারিদ্র্যের হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। করােনা মহামারি না থাকলে দারিদ্র্য ১৭ শতাংশে নামিয়ে আনা যেত।
তারপরও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষ আলােচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে।
৪১টি অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে বাংলাদেশ একটি সংসদ নেতার বক্তব্যের পর সাংসদেরা সাধারণ | প্রস্তাবের ওপর আলােচনায় অংশ নেন। সরকারি দলের | জ্যেষ্ঠ সাংসদ তােফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও পাকিস্তানিদের দাসত্ব করতে হতাে। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন। | সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম | সেলিম, আবদুস শহীদ, মাহবুব উল আলম হানিফ,
বেনজির আহমদ, সিমিন হােসেন, র আ ম উবায়দুল | মােক্তাদির চৌধুরী, সাইমুম সরােয়ার, ইকবাল হােসেন,
জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরােজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, আবু হােসেন, গণফোরামের সাংসদ সুলতান মােহাম্মদ মনসুর প্রমুখ আলােচনায় অংশ নেন।
মন্তব্য করুন