প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী ও ব্যবসা খাতের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস মহামারী বাংলাদেশের ‘বড় ক্ষতি করতে পারেনি’।
নিউ ইয়র্কভিত্তিক সাময়িকী ফরচুনে মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ মন্তব্য আসে।
‘উই রাইজ ফ্রম কোভিড-১৯ বাই হেলপিং দ্য নিডিয়েস্ট ফার্স্ট’ শিরোনামে ওই নিবন্ধে শেখ হাসিনা লিখেছেন, “বাংলাদেশও কোভিড-১৯ মহামারীর শিকার হতে পারত।
কিন্তু আমরা সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং ব্যবসা খাতগুলোকে সুরক্ষিত করতে দ্রুত ব্যবস্থা নিই। তার ফলে মহামারী বাংলাদেশের ততটা ক্ষতি করতে পারেনি, যতটা অন্যান্য দেশের হয়েছে।
মন্তব্য করুন