চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন—মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে ঢাকায় আসবেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে এই সফর অনুষ্ঠিত হবে। সূত্র আরও জানায়, ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন নিকোল অ্যান চুলিক, আর ১৬ এপ্রিল আসবেন অ্যান্ড্রু আর হেরাপ। এ সময় ঢাকায় উপস্থিত থাকবেন সুসান স্টিভেনসনও।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এই সফরের সময় মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, তারা সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন।
অন্যদিকে, সুসান স্টিভেনসনের সফরে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।