৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেটে পুরো অর্থের যোগান দিবে জনগন তথা আপনি। ১৭ টি খাতে ব্যয় হবে আপনার টাকা । চলুন জেনে নেই কোন কোন খাতে ব্যয় হচ্ছে আপনার টাকা।
এই বিশাল অংকের বাজেটের অর্থের যোগান দিবেন আপনি কখনো আয় কর দিয়ে ,কখনো পণ্য বা সেবা ক্রয় করে তার বিপরীতে ভ্যাট দিয়ে আবার কখনো সেতু বা পারাপারে টোল দিয়ে।
এবার দেখে নেওয়া যাক আপনার করের টাকা কিভাবে কোন খাতে ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার , আসছে অর্থ বছরে বাজেটে।
ধরুন, আপনি ১০০ টাকা কর দিয়েছেন । হিসেব বলছে আপনার দেওয়া একশত টাকা করের ১৫.৭% শিক্ষা ও প্রযুক্তি খাতে । তবে এর পুরোটা শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় হবেনা। অর্ধের বেশি যাবে প্রযুক্তির আওতায় থাকা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে।
এর পর খরচের বড় খাত পরিবহন ও যোগাযোগ । এখানে যাবে আপনার কররে ১১.৭% পয়সার মতো।
প্রস্তাবিত বাজেটে ১৬.১% যাবে রাষ্ট্রের নেওয়া সুদ ও সরকারি কর্মকর্তাদের পেনশন পরিশোধে।
প্রতিরক্ষার সাথে জন শৃঙ্খলা ও নিরাপত্তা যোগ করলে মোট ব্যয় ধারবে ৬১ হাজার ৩০৬ কোটি টাকা যা মিঠাতে আপনার কর থেকে শতকরা হিসেব ১০ টাক ২০ পয়সা খরচ করা হবে।
জনপ্রশাসন ব্যবস্থাপনায় ৪০ হাজার ১৬২ কোটি টাকা খরচে পরিকল্পনা করেছে সরকার। অথ্যাৎ ৭.৬% অর্থ যাবে এই খাতে।
স্থানীয় সরকার ও পল্লি উন্নায়নে দেওয়া হবে মোট করের ৭ ভাগ অংশ।
আর সব চেয়ে ভোগতে থাকা স্বাস্থ্য খাতে যাবে আপনার করের ৫.৪ শতাংশ ।
সামাজিক নিরাপত্তার মত কল্যাণমুখী কাজে বাজেটে প্রতি ১০০ টাকায় ৫ টাকা যাবে এই খাতে।
এর থেকে কিছু কম নেওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে । বিদ্যুৎ ও জ্বালানী খাতে ১০০ টাকায় যাবে ৪.৬ শতাংশ।
আর কৃষিতে যাবে ২১ হাজার ৮১২ কোটি টাকা যা মূল বাজেটের যা মোট আয়ের ৩.৬ শতাংশ।যা পৌনে চার ভাগের কম।
যদিও আপনার করের ৫.৮ শতাংশ নেওয়া হবে রপ্তানি সহ ভিন্ন খাতে সরকারে দেওয়া প্রণোদনা ও ভতুর্কি খাতে।
গৃহায়ন , বিনোদন ,সংস্কৃতি ও ধর্মের মতো খাতে সব মিলিয়ে খরচ হবে মোট করের ১.৯ ভাগ ।
এর বাইরে শিল্পসহ বিবিধ খাতে ব্যয় করা হবে আপনার করের ৫.৮ শতাংশ।
সব মিলিয়ে আপনার কর বা অর্থ ব্যবহার করে , আসছে বছর মোট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার রাষ্ট্র পরিচালনায়। যার থেকে ১১.৫ শতাংশের বেশি যাবে সরাকারি কর্মকর্তা ও কর্মচারির বেতন ভাতা খাতে যার অর্থের পরিমান ৬৯ হাজার ৭৫৫ কোটি টাকা।
রিপোর্ট মাছরাঙ্গা।
মন্তব্য করুন