নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গা যুবক পালিয়ে গেলে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
নোয়াখালী জেলার সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বুধবার তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
পালিয়ে আসা রোহিঙ্গা যুবকের নাম মো.সিরাজ (৩০)। সে বুধবার সকালে ভাসানচর থেকে পালিয়ে মোহাম্মপুর এলাকায় নদীপথে পৌছে ।
পুলিশ তার বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়েছে।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মো.সিরাজ (৩০) ভাসানচরের ৭৯ নম্বার ক্লাস্টারের বাসিন্দা ।
তিন নদী পথে দিয়ে মোহাম্মদপুরে আসেন। বুধবার স্থানীয় জনগন তাকে সন্দেহ করে আটক করে পুলীশের কাছে সপোর্দ করে।
ওসি জিয়াউল হব বলেন, সিরাজের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে নিয়োমিত মামলা করা হয়েছে । ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে । আজ বৃহস্পতিবার নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন