ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব-১৪ এর বিশেষ অভিযানে ১৩ জন দালাল আটক করেছে র্যাব।
আটকৃত দালালদের বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরী বিভাগেসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় । হাসপাতালে র্যাবের অভিযান
স্থানীয় সূত্রে জানাগেছে , আটককৃতরা সবাই ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী ক্লিনিক , ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডকেটের দালাল। হাসপাতালে র্যাবের অভিযান
র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসারস আনোয়ার হোসেন জানান, ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারী ক্লিনিক , ডায়াগনস্টিকসহ রোগীদের নানা ভাবে হয়রানী করে আসছিলো দালাল চক্র।
অসহায় রোগীদের সরকারি ঔষধ দেওয়ার কথা বলে ও উন্নত পরিক্ষা-নিরিক্ষা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদ টাকা হাতিয়ে দালাল চক্র।
আটক হওয়া ব্যক্তিরা হলেন এনায়েত কবির , মনোয়ার হোসেন , রতন মিয়া , মনির হোসেন , মাসুদুল করিম, ফিরোজ মিয়া , আলাল উদ্দিন , নজরুল ইসলাম , আলাউদ্দিন , টুটুল আহমেদ , সোহেল মিয়া , আলমগীর হোসেন ও আসাদুল ইসলাম ।
সম্প্রতি এমন অভিযোগের প্রক্ষিতে, র্যাব ১৪ ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃত দালালদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে বলে জানা যায়।
মন্তব্য করুন