নাসির-তামিমার বিয়ে অবৈধ্য- পিআইবি।
ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানার বিয়ের ‘অবৈধ্য’ জানিয়েছে পিবিআই । বৈধ্য নয় এমন অভিযোগপত্র দেওয়ার পর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছে আদালত।
আজ বৃহস্পতিবার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করার পর ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন।
তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানের দায়ের করা এই মামলায় নাসির ও তামিমা ও তার মা সুমি আক্তারকে আসামি করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।
সেখানে বলা হয়, আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে যথাযথভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন।
সুতরাং তাদের এ বিয়ের বৈধতা হারিয়েছে । সংবাদ সম্মেলন করে তালাকের বিষয়ে তারা যা বলেছেন, তার ‘সত্যতা মেলেনি’। ডিভোর্সের যে কাগজপত্র দেখানো হয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে ‘জালিয়াতির মাধ্যমে’।
ওই প্রতিবেদন আদালতে দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা না দিয়ে নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দেন।
মন্তব্য করুন