উপজেলার ৩১ শয্যা হাসপাতালের বিলুপ্ত হওয়া পদে পদায়ন ও বদলি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদফতরের কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। কৌশলে এসব বিলুপ্ত পদে পদায়ন ও বদলি করে অর্থ আত্মসাৎ করছে তারা।
অনুসন্ধানে জানা গেছে, দেশের উপজেলাগুলোর ৩১ শয্যার পুরনো হাসপাতালের বেশকিছু পদ বিলুপ্ত করা হয়েছে।
কিন্তু অধিদফতরের প্রশাসনিক বিভাগের একটি চক্র এসব পদে বদলি ও পদায়ন করে অর্থ হাতিয়ে নিচ্ছে। যাদের সঙ্গে অধিদফতরের পরিচালক (প্রশাসন)-এর একজন ব্যক্তিগত সহকারী (পিএ) জড়িত বলে অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন