রাজধানীর ঢাকাতে শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা পলাতক দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন