আগামী অর্থবছর থেকে পোলট্রি খাতের করমুক্ত আয়সীমা কমানো হতে পারে। বর্তমানে বার্ষিক আয়ের প্রথম ২০ লাখ টাকার জন্য পোলট্রি খাতের বিনিয়োগকারীদের কোনো কর দিতে হয় না।
২০ থেকে ৩০ লাখ টাকার (পরের ১০ লাখ টাকা) ওপর ৫ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ হারে কর বসে। কিন্তু আগামী বাজেটে পোলট্রি খাতের বিনিয়োগকারীদের জন্য কিছুটা দুশ্চিন্তার খবর আসতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, পোলট্রি খাতের বার্ষিক করমুক্ত সীমা ১০ লাখে নামিয়ে আনা হতে পারে। পরের ১০ লাখ টাকার ৫ শতাংশ; ২০-৩০ লাখ টাকার জন্য ১০ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি আয় হলে ১৫ শতাংশ কর বসতে পারে।
এদিকে কর কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানোর ঘোষণা আসতে পারে। মামলার কারণে আটকে যাওয়া টাকা আদায়ে উপকমিশনার এবং তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন করে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে।
কোনো প্রতিষ্ঠানের নিকট রাজস্ব পাওনা থাকলে মামলায় যদি এনবিআর জেতে, তাহলে ওই টাকা আদায়ে ওই প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কর কর্মকর্তাদের দেওয়া হতে পারে। অভিযোগ রয়েছে, প্রাথমিক মামলায় এনবিআর জিতলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে উচ্চ আদালতে মামলা করে রাজস্ব আটকে রাখেন।
মন্তব্য করুন