ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠ, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কুশমাইল ইউপির নিউগী কুশমাইল কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়
এনায়েতপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপির স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ঘোড়া) নির্বাচন বর্জন করেন। ঘোষিত ১২টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ- ৪টি, বাকী ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।
মন্তব্য করুন