দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছিল।
দুপুরের পর হঠাৎ, পরিবেশ আশান্ত হয়ে উঠে। আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি কেন্দ্রে ম্যাজিস্ট্যাট লাঞ্চিত এবং কেন্দ্র স্থগিত ও পুলিশ সদস্যসহ আহত অন্তত ২০জন।
অন্যদিকে পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কুশমাইল ইউনিয়নের নিউগি কুশমাইল ভােট কেন্দ্রে হঠাৎ কিছু যুবক ভোটার সেজে কেন্দ্র প্রবেশ করে তারা ব্যালট পেপারের বই, সিল জোপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
প্রিজাইডিং অফিসার মাে. লুৎফর রহমানের নির্দেশে কর্তব্যরত পুলিশ ফাঁকা গুলি করে। এ সময় হুড়াহুড়িতে চার পুলিশ সুস্য সহ অন্তত ৭জন আহত হয়।ব্যালট পেপার ছিনতাই এর অভিযােগ এনে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার।
আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি ভোট কেন্দ্র বিকাল ৩.৩০মিনিটের দিকে সরকারি দলের চেয়ারম্যান প্রার্থী এসএম সাইজ্জামান এর ভাতিজা হান্নানের নেতৃত্বে কর্তব্যরত বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্যাট মাসুদ রানার উপর হামলা করে।
এ সময় পুলিশ, কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ত্রিশাল-ফুলবাড়িয়ার আইন শঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং অবরুদ্ধ ম্যাজিস্ট্যাটকে উদ্ধার করে।
এ ছাড়াও কুশমাইল কড়ইতলা, বাক্তা উচ্চ বিদ্যালয়, রগুনাথাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৩জন আহত হয়েছে ।

মন্তব্য করুন