আগামী কাল থকে শুরু হচ্ছে দেশে সর্বাত্মক লকডাউন । এই লকডাউনে চলাচলের জন্য প্রয়োজন হবে পুলিশের অনুমিত পত্র। পুলিশের অনুমতি পত্র নোওয়ার জন্য বাংলাদেশ সরকার চালু করছে MomementPass . যা আবেদন অনলাইনে করে সংগ্রহ করা যাবে।
Movementpass আবেদন করতে যা যা লাগবে।
আগামী ১৪ এপ্রিল থেকে লকডাউনে movementpass এর জন্য আবেদন করা যাবে । আবদেন করতে লাগবে আপনার নাম , মোবাইল নাম্বার , যাত্রা শুরুর স্থান , গন্তব্য কোথায় , আইডি কার্ড , ড্রাইভিং লাইসেন্স , যাত্রার কারন ইত্যাদি।
এসব তথ্য দিয়ে অনলাইনে আবেদন করার পর পুলিশ একটি অনুমতি পত্র বা পাস ইস্যু করবেন। যাতে থাকবে একটি কিউআর কোড । যার দ্বারা পুলিশ স্ক্যান করে ব্যক্তি সনাক্ত করতে পারবে।
আজ মুঙ্গলবার রাজারবাগ পুলিম লাইনস আনুষ্ঠানিকভাবে মুভমেন্ট পাস অ্যাপ উদ্বোধন করবেন আইজিপি বেনজীর আহমেদ।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন