তাকলাকনো এক দেশ যে দেশে করোনাকে জয় করতে চলছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল করোনার সংক্রমণ কমে গেছে- এমনই খবর প্রকাশ করেছে ইসরাইলের প্রচার মাধ্যমগুলো।
কড়া বিধিনিষেধ ও নিয়মত্রান্তিক জীবন যাপনেই ইসরাইল করোনার সংক্রমণ কমেছে। যা উপভোগ করছে ইসরাইলের জনগন। ইসরাইলে জনসংখ্যা মাত্র প্রায় ৮৬ লক্ষ। এখানে কিলোমিটার প্রতি জনসংখ্যার ঘনত্ব ৩৮৮ জন । জনমানুষের কম ঘনত্বের কারনে করোনা প্রতিরোধের নিয়াক হিসবে দেখছে বিশেজ্ঞরা।
যদিও ইসরাইলে এখনো চূড়ান্ত সতর্কতা বজায় রাখে চলছে। তার কারণ হলো পৃথিবীর অনেক দেশে এখনো করোনা সংক্রমণের প্রকট আছে।
ইসরায়েলের করোনা প্রতিরোধের বিশেষত্ত্ব হলো , তারা ১৬ বছরের বেশি বয়সের লোকজনকে কোভিট-১৯ টিকা প্রধান করছে। সেই হিসেবে মোট জনসংখ্যার ৮১ শতাংশ মানুষ কোভিড-১৯ টিকা পাচ্ছে। ইতিমধ্যে এই ৫৩ শতাংশ মানুষকে কোভিট-১৯ টিকা প্রধান শেষ হয়েছে। গত বছর ডিসেম্বরের প্রথম দিকে টিকা প্রদান শুরু হয় ব্রিটেনে । তার পর টিকা প্রদান শুরু করে আমেরিকা। ব্রিটেন আমেরিকার পর টিকা প্রদান শুরু করে ইসরাইল। কিন্ত ব্রিটেন আমেরিকা টিকা প্রধানের গতি হারালেও থেকে যায়নি ইসরাইলের টিকা প্রদান কর্মসূচি। টিকা প্রদান ও করা বিধিনিষেধ সুফল পাচ্ছে ইসরাইলের জনগণ।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন