দেশে এসে পৌছিছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ ফাইজারের টিকা। রাতে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে টিকা নেওয়া হয় ঢাকার মহাখালিতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে ইপিআই সংরক্ষণাগারে।
টিকা বহনকারী বিমান সোমবার রাত ১১টায় দেশে পৌছায়। ৬ মাস মেয়াদের এই টিকা ধাপে ধাপে দেওয়া হবে দেশের নাগরীদের জানায় স্বাস্থ্য অধিদপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা।
দেশে প্রথমবারের মতো বৈশ্বিক টিকার জোট কোভ্যাক্সের থেকে দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছে এই টিকা সংরক্ষন করা হবে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফাইজারের এই টিকা।

দেশে কোভিশিল্ড ও সিনোফার্মার পর তৃতীয় ভ্যাকসিন হিসেবে আসলো ফাইজারের টিকা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স বা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় দেশে আসে ফাইজারের এই টিকা। দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা। দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা। দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০
বেলজিয়ামের ব্রাসেলস থেকে সোমবার রাত ১১:০৭ মিনিটে ঢাকায় শাহজালাল বিমান বন্দরে টিকাবাহী জাহাজে ফাইজার বায়োয়েনটেকের টিকা বাংলাদেশে এসে পৌছায়। বিশেষ ব্যবস্থপনায় টিকা রাখা হবে ইপিআই সংরক্ষণাগারে।
দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা। দেশে এসেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা।
ইবাংলানিউজ২৪.কমে আরো পড়ুন>
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন