গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩ জন । মার্চ থেকে শুরু হয়ে আজ অবদি করোনার প্রকোপ বাড়ছেই । গতকাল করোনায় আক্রান্ত হয়ে মার যায় ৫২ জন । এখন পর্যন্ত মোট মৃত্যুর ৯০৪৬ জন । বিভিগীয় মৃত্যুর হার সব চেয়ে বেশি ঢাকা ও চট্রগ্রাম শহরে। ঢাকা বিভাগে এই পর্যন্ত মোট মৃত্যু ৫১৫২ জন ।
চট্রগ্রামে বিভাগে এই পর্যন্ত মোট মৃত্যু ১৬৪০ জন । রাজশাহী বিভাগে এই পর্যন্ত মোট মৃত্যু ৫০৪ জন । খুলানায় বিভাগেএই পর্যন্ত মোট মুত্যু ৫৮২ জন । বরিশাল বিভাগে এই পর্যন্ত মোট মৃত্যু ২৩৭ জন । সিলেটে বিভাগে এই পর্যন্ত মোট মৃত্যু ৩২০ জন । রংপুর বিভাগে এই পর্যন্ত মোট ৩৭৪ জন এবং ময়মনসিংহ বিভাগে এই পর্যন্ত মোট মুত্যু ২০১ জন।- সময় টিভি।
করোনা আক্রান্ত মানুষের মুত্যুর পাশাপাশি সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় মোট ২২১৯ জন । তার সাথে মানুষ এই পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছে ৫৩১৯৬৭ জন । অন্য দিকে নিবন্ধন করেছে গতকাল পর্যন্ত ৬৭৯৫৭৮০ জন। – সময় টিভি।
এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার প্রতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহন করেছে। মুঙ্গবার রাত ১২ টা থেকে বুদবার বিকাল ৩ টা পর্যন্ত ৩৮ জনকে সকরারের নির্ধারিত হোটেলে হোম কোয়ারেন্টে পাঠানো হয়েছে। – ডিভিসি নিউজ।
আগেই সরকার ১৮ দফা নির্দেশনায় বলেছে – ইউরোপের দেশে থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে।
অন্য দিকে যারা এশিয়া মহাদেশ থেকে বাংলদেশে আসবে তাদের করোনা রিপোর্ট দেখানোর সাপেক্ষে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে ।
যেভাবে সরকার হোম কোয়ারেন্টাইন মনিটর করবে ।
সরকার দেশের করোনা পরিস্থিতি কঠোর ভাবে নিয়ন্ত্রনে আনার জন্য বিদেশী যাত্রীদের প্রতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ।
ইউরোপ মহাদেশ বা ইউরোপের দেশ থেকে আসা যাত্রী ছাড়া অন্য সকলকে করোনা রিপোর্ট নেগেটিভ স্বার্থে হোম কয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে । এই কাজটি করার জন্য – বিমান বন্দর থেকে যাত্রী ডাটা এন্ট্রি করা হয় – যাত্রীর নাম ঠিকানা, টেলিফোন বা মোবাইল নাম্বার , কোথায় যাবে , আবাসিক ভাবে বর্তানের কোথায় থাকবে , সেই যায়গার নাম ঠিকানা। এই সমস্ত তথ্য ডাটা এন্ট্রি করে জেলা উপজেলা শহরে পাঠিয়ে দেওয়া হয় এবং লোকাল অথরিটি এসবের দেখবাল করে বলে জানান বাংলাদেশ বিমানের মহাপরিচালক।
বাংলাদেশ বিমানের মহাপরিচালক আরো বলেন, এই সব দায়িত্বে পালন করেন স্বাস্থ্য অধিদপ্তর ও আইইআরডিসি।
ইবাংলানিউজ২৪/
হোম কোয়ারেন্টাইন
হোম কোয়ারেন্টাইন
হোম কোয়ারেন্টাইন
মন্তব্য করুন