দেশে করোনাভাইরাসে আক্রান্ত এর নতুন ঢেউ পুনরাবৃত্তি যেন হাসপাতালগুলোর টেস্ট সেন্টার। গেল ৮ মার্চ ২০২০ সালের করোনাভাইরাসের প্রকোপে শিশুদের আক্রান্তের হার শূন্য কোটা ছিল । করোনাভাইরাসের আক্রান্তের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে চলতি বছরের ৮ মার্চ থেকে থেকে। এই সময় থেকেই শিশুদের আক্রান্তের হার বাড়ছে শিশুরা শিকারি হচ্ছে কোভিট-১৯। চলতি বছরের মার্চ মাসের শুরু থেকেই চিকিৎসকেরা দেখছেন শিশুদের করোনা আক্রান্তের হার পজিটিভ। এদিকে শিশুর জ্বর , ঠান্ডা কাশি নিয়ে ডাক্তারের কাছে আসে তাদের টেস্ট করতে দেখা যায় অনেকেই কোভিড ১৯ পজিটিভ – এমনি কথা বলছিলেন ডাক্তার চয়ন বিশ্বাস( আবাসিক চিকিৎসক ঢাকা শিশু হাসপাতাল) ।
ডাঃ চয়ন বিশ্বাস বলেন ৮-১৯ বছরের বাচ্চাদের কোভিড সংক্রমণের আক্রান্ত হচ্ছেন বেশি। গেল বছরে এমনও মাস গেছে একজন শিশু ও হাসপাতালে ভর্তি ছিলেন না এখন কোভিড আক্রান্ত অনেক শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে টেস্ট করতে তাদের করোনা পজিটিভ মিলছে। বিশেষজ্ঞ ডাক্তারের বলেন বাবা-মা থেকেই শিশুরা সংক্রমণের শিকার হচ্ছে আবার তারা মনে করেন নতুন ভ্যারিয়েন্টের প্রভাবেও হতে পারে শিশু করোনার আক্রান্ত । ঢাকা শিশু হাসপাতালে এই মুহূর্তে করোনা পজেটিভ শিশুর সংখ্যা ১০ জন ভর্তি আছেন। ।অভিভাবকদের সচেতনতা ও না বাড়লে শিশুদের ক্ষেত্রে মহামারী হতে পারে।
শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপি করোনায় আক্রান্ত হচ্ছে বহু শিশু। এই পর্যন্ত ১-১০ বছরের মারাগেছে ৩৯ জন এবং ১১-২০ বছরের মরাগেছে ৬৯ জন।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন