চীন থেকে সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। এটি হলো বানিজ্যিকভাবে কিনা চীনা টিকার তৃতীয় ধাপের চালান।
গত বৃহস্পতিবার ২৯ শে জুলাই রাতে ঢাকায় ৩০ লাখ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশে বিমানের তিনটি ফ্লাইটে আসে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ১০.৩০ টায় ১০ লাখ টিকা , দ্বিতীয় ফ্লাইট রাত ১.১৫ মিনিটে ১০ লাখ টিকা এবং রাত ৩ টায় তৃতীয় ফ্লাইটে আরো ১০ লাখ টিকা ঢাকা বিমান বন্দরের এসে পৌছায়।
চীন থেকে ৩ জুলাই বানিজ্যিকভাবে ২০ লাখ টিকা ঢাকায় আসে এবং দ্বিতীয় ধাপে ১৭ জুলাই ২০ লাখ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছায়।
এছাড়া বাংলাদেশকে চীনা সরকার দুই দফায় ১১ লাখ টিকা উপহার হিসেবে পাঠায়।
প্রথম ধাপে গত ১২ মে ৫ লাখ টিকা এবাং দ্বিতীয় ধাপে ৬ লাখ সিনোফার্মের টিকা উপহার হিসেবে ঢাকায় এসে পৌঁছায়।
মন্তব্য করুন