নিবন্ধনদ্বারী রিটকারী ২৫০০ জনেকে ৪ সপ্তাহের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করতে এনটিরআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
রিটকারীদের করা আদালত অভমাননা করা শোনানিতে বিচারপতিরা এই আদেশ দেন।একই সঙ্গে ৫৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গনবিজ্ঞপ্তি স্থগিতের নির্দেশ দেওয়ার আদেশ পত্যাহার করেছে আদালত।
এর আগে গত ৪ মে এনটিআরসিএ এর ১-১২ তম নিবন্ধনদ্বারীদের মধ্যে ২৫০০ জনদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানে নির্দেশ দেন আদালত। ঐ আদেশ অমন্য করলে ,আদালত অবমানা অভিযোগ এনে আবার রিট করে রিটকারীরা।
এর ফলে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিষয়ে এনটিআরসিএর কার্যক্রম পরিচালনায় আইনগত আর কোনো বাধা রইল না।
আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। আর রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মাদ খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ।
ইবাংলানিউজ২৪.কমে আরো পড়ুন>>
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্যও আসছে বাজেটে বরাদ্দ থাকবে
news-independent television, সমকাল
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন