মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। থেকে খুলবে প্রাথমিক
আগামী ১২ সেপ্টম্বর থেকে খুলবে প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।
ক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।
শুএর আগে গত ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি আমাদের রয়েছে। খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সংক্রমণ হার কিছুটা কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
মন্তব্য করুন