আগামী বছরের মাঝামাঝি ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি-এইচএসসি
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।
তিনি বলেন, এ বছর যেমন নভেম্বর-ডিসেম্বরে এ দুই পরীক্ষা নিতে হচ্ছে, যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরিতে হবে না। তার আগেই নেওয়া যাবে। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝিতে হতে পারে
মন্তব্য করুন