কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে আজ রাজধানীর বনানী কবরস্থানে দফান করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনিস্টিউট ও হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান গত শুক্রবার।
আজ শনিবার দুপুরে তার নিজ বাসভবন গুলশানের বাসা থেকে মরদেহ রাজধানীর বনানী করস্থানে
আনা হয় । দুপুরে তাকে গার্ড অব অনারস প্রদান করা হয় । নানা শ্রনীর পেশার মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী । কবরীর রেখে যাওয়া অনবদ্য সৃষ্টি । কবরির সর্বশেষ পরিচালিত সিনেমা এই তুমি সেই তুমি ।তারও আগে তিনি ৪০টি সিনেমাতে অভিনয় করছেন। যার মধ্যে হিরিমন, ময়নামতি, চোরাবালি, সাত ভাই চম্পা, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, রংবাজ , সারেং বৌ. সুজনসখী, দেবদাস, মাসুদ রানাসহ আরো অনেক সিনেমা।

এইতুমি সেই তুমির পরিচালক জানান, রার ৫ ছেলে মেয়ে যাদের মধ্যে তিন জন থাকে বিদেশে। প্রথম জন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দুই জন দুবাই আর তৃতীয়জন কানাডায় । দ্বিতীয় জেলের কিছু দিন আগের করোনা পজেটিভ ধরা পরে , তার খোঁজ খবর রাখতে রাখতে নিজেই করোনা পজেটিভ ধরা পরেন।
কবরি চট্রগ্রামের বোয়ালখালী উপজেলায় জম্ম গ্রহন করেন ১৯৫০ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭১ বছর। তার আসল নাম মিনা পাল । তার পিতা শ্রীকৃষ্ণ দাস পাল । পরে তিনি নাম পরিবর্তন করে সাহরা কবরি নাম নেন।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন