গত বছর লকডাউনের সময় বিইং হিউম্যান স্বেচ্ছাসেবী সংস্থার কাছে রেশন পৌছে দিয়েছিলেন সালমান খান।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিত হয়ে সালমান খবারের প্যাকেট তুলে দিচ্ছেন চিকিৎসক ,নার্স , পৌরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার করোনা যোদ্বাদের হাতে।
গত রবিবার থেকে সালমান ও শিবসেনার মিলিত এই কার্যক্রম শুরু হয়েছে। এই দলের কমিটির সদস্য রাহুল কনর এক বিবৃতিতে বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সালমান খানের ”ভাইজান কিচেন” থেকে টিফিন এবং জলের বোতল তুলে দিচ্ছে সবার হাতে।
ভাইজান খ্যাত সালমান খান নিজের হাতে খাবারের মান পরীক্ষা করেছেন।
তিনি আরো জানান,সালমান খানের মা সালমা খান তাদের বাংলোর নিরাপত্তাকর্মীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন।
রাহুল বলেন , সম্মুখ সারির করোনা যোদ্ধাদের অনেক শ্রদ্ধা করেন। সালমান খান নিজেই এই পদক্ষেপ নিয়েছেন।
যতদিন মুম্বাইয়ে লকডাউন চলবে তত দিন “ভাইজান কিচেন” এবং শিভসেনার যুব শাখার যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌছে দিবেন । আপাতত ৫ হাজার জনের খাবর পৌছে দিবে তাদের সংঘ । পরবর্তীতে আরো বাড়ানো হবে বলে আশ্বাস দেন রাহুল।
মন্তব্য করুন