মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কাজে নিয়োজিত তিন জন জনপ্রিয় তারকা,দেব,মিমি নুসরাত। তারা প্রার্থী না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত ছিলেন দিনভর।
গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ২১৩ আসন পেয়ে জয়লাভ করে। এই খুশি উদযাপন করেছেন খ্যাতিমান তিন তারকা বিভিন্ন টুইট বার্তায়।
রবিবার নির্বাচনী ফলাফলে তৃণমূল ২০০ আসন পার হলেই মিমি চক্রবর্তী তার টুইটে লিখেছেন, অপারিজিতা।
এতদিনের পরিশ্রমের ফলাফলের তৃপ্তির কথা জানিয়ে মিমি বলেছেন, বাংলা আজ যা করে ,ভারত আগামিকাল তা ভাবে।
এদিকে দেব তার টুইট বার্তায় জানিয়েছে, এই শক্তি ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ । বিশ্বাসের জন্য আপনাদেরকে ধন্যবাদ।
কার্যত এই টুইটে দেব পশ্চিমবঙ্গ বাসীকে তাদের সমর্থন করার জন্য এবং তাদের প্রতি বিশ্বাস রেখে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
দেব আরো জানাচ্ছিলেন ,২০১৯ এর লোকসভা ভোটের সময় এত জনসমাগম দেখিনি , যা এবারের বিধিনসভায় দেখেছি।
প্রচারনা চলাকালীন কোভিডের প্রকোপ বাড়ায় প্রকাশ্যে সভায় দাড়িয়ে মানুষকে মাস্ক পড়তে বলেছে । এমনকি এটাও বলেছি , বাড়ী থেকে বের হবেন না । যাকে খুশি তাকে ভোট দিন। আমাদের এই প্রচারনায় মানুষের বিশ্বাস ও পছন্দ হয়েছে । তাঁরা বুঝতে পেরেছে তারা আমাদের পাশে আছে।
অন্যদিকে নুসরাত জাহান সকালে যখন তাদের পক্ষে একের পর এক রায় আসছে তাখন তার টুইটে লেখেছেন, খেলা হয়েছে, জেতা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রের জেতা সম্বাবনা মাত্র হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন টিমসি করবে ২০০ পার।
নির্বাচনের প্রচারে অশোকনগরে গিয়ে বিতর্কে জড়ান নুসরত।তাঁকে বলতে শোনা যায়, ‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’।তাই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রবিবার ফলপ্রকাশের পর সেসব আর মনে রাখতে চান না।সিরহাটের তৃণমূল সাংসদ। আজ যে আনন্দের দিন।
ইবাংলানিউজ২৪/
আরো পড়ুন>>
- মমতা বন্দ্যোপাধ্যায়কে মুদির শুভেচ্ছাবার্তা।
- ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধ। থাকবে ১৪ দিন।
- ভারতে বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্ট কারনে বাংলাদেশের জন্য মারত্মক হুমকি হিসেবে দাঁড়াতে পারে
- ভারতে একদিনে ৩৪ হাজার সংক্রমিত – খবর আনন্দবাজার পত্রিকা।
- ভারতে রেকর্ড পরিমাণে করোনায় সংক্রমিতের হার বাড়ছে ।
টুইট দেব-মিমি-নুসরাতর
টুইট দেব-মিমি-নুসরাতর
টুইট দেব-মিমি-নুসরাতর
মন্তব্য করুন