যে হিরোর অ্যাকশনে বাংলাদেশের সিনেমার কঠোর সমালোচনা করছেন সোস্যাল নেটিজেনরা । সেই হিরোর নাম মুন্না । তেলুগু সিনেমা Krack এর অনুকরনে নির্মিত হয় মুন্নার অ্যাকশন ধর্মী ইউটিউব ভিডিও ।
অল্প দিনে ইউটিউব মাতিয়ে , ফেইসবুক কাঁপাচ্ছে মহা গৌরবে। গত ৯ মার্চ ২০২১ সালে Nellore Kurrakllu LK Entertainment ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয় Krack Vetapalem Figth নামে ভিডিও টি। তার পর থেকে এখন পর্যন্ত ২ মিলিয়নের উপর ভিউ হয় ।
তার পর থেকে কেউ একজন বাংলাদেশের সব চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও আপলোড করলে মূহূতেই বিভিন্ন পেইজে লাখ লাখ ভিউ হতে থাকে ।
ঢাকাই মেডনেস নামে ফেইসবুক পেইজে এই হিরোর ভিডিওতে ২ মিলিয়ন ভিউ দেখা যায় ।দেখা যায় অশিক্ষিত নামক ফেইসবুক পেইজে অর্ধ মিলিয়ন ভিউ।
তুমুল জনপ্রিয় ক্র্যাক এর রিমেক ভিডিওতে মুন্নার অ্যাকশন ও ভিডিও ইডিটিং নেটিজেনদের মুখে বাংলা সিনেমার সমালোচানায় ফেইসবুকে শোরগল।
MD Sohel Ran নামে একজন বাংলা সিনেমার সমালোচনা করে বলেছন, আমি কি ভুল বসত তামিল সিনেমার আ্যকশান দেকছি ।বাংলা দেশের চলচিত্রের পরিচালক দের, ওদের কাছে তালিম নেয়া উচিত তারপর ছবি বানান দেখবেন ছবি হিট।
S M Mohiuddin Sumon নামে একজন লিখেছেন,এই ভিডিও টা বাংলাদেশের পরিচালকদের এবং নায়কদের মাঝে পৌঁছানোর কোন উপায় আছে? এদের কাছ থেকে কিছু শিখলে বাংলাদেশের সিনেমার উন্নতি হতো।
Amit Biswas নামে একজন লিখেন,এদের একশন সিন বাংলাদেশের সময়ের সেরা সাকিবের থেকেও বেটার।। বাংলাদেশে যে সিনেমা বানানো হচ্ছে তার থেকে এদের দিয়ে সিনেমা বানালেও অনেক ভালো ইনকাম করবে সিনেমা গুলো।।
Mahmudul Hasan লিখেছেন, এগুলো বাংলাদেশের ডিরেক্টদের চোখে পড়ে না? 😾
কত সুন্দর এ্যাকশন, আর আমাদের বাংলা মুভির এ্যাকশন দেখলে মনে হয় তবলা বাজাইতেছে☺️
সোস্যাল মিডিয়াতে এই সিনেমা মোবাইফল ফোনের ক্যামেরা দিয়ে শুট করা কিনা সেই বিষয় প্রশ্ন তুলেছে – এমনই চিন্তা করে
স্মার্ট টেকনোলজি রনি বাংলাদেশ
নামে একজন কমেন্ট করলে তার বিপরীতে ২০ টি কমেন্ট পড়ে । প্রমান হয় এই ভিডিও ক্লিপটি মোবাইল ক্যামেরা দিয়ে শুট করা।
স্মার্ট টেকনোলজি রনি বাংলাদেশ নামে একজন কমেন্ট নিম্মরূপ ,তিনি লিখেছেন-
কিছু না জেনে পোস্ট করা ঠিক না। ছেলেটা তামিলনাডু একজন ডিরেক্টর ছেলে ।এখানে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা ক্যানন ডি এম সিক্সটিন। প্রফেশনাল ক্যামেরা ।কপি-পেস্টের দুনিয়ায় মানুষকে ভুলভাল বোঝান।
স্মার্ট টেকনোলজির রনি বাংলাদেশকে ভুল সংশোধন করতে Mehedi Hasan Tutul বলেন,
টেকনোলজি রনি বাংলাদেশ Source ache ki j ei shot ta Camera diye kora? jotodur jani Redmi Phn tao abar Kine master apps diye edit kore era..
উক্ত কমেন্ট বক্সে ভিডিও শুট করার সময় ইউটিউব ভিডিও লিংক সহ কমেন্ট করে । উক্ত ভিডিও লিংক গুলোতে দেখা যায় ভিডিওটি শুট করা হয় মোবাইল ফোন দিয়ে।
তেলগু সিনেমার অভিনেতা রবিতেজা ও শ্রুতি হাসান অভিনীত ক্র্যাক মুক্তি পায় ২০ জানুয়ারী ২০২১ সালে । সিনেমার পরিচালনা করেন গোপীচাদ ম্যালেনিনি ।
মুক্তির কিছু দিন পর তামিল মুভিটি নেট জগতে ভাইরাল হয়ে যায় । তামিলোক্রেস , টেলিগ্রাম,তামিলবোকার এবং টরেন্ট সাইটগুলোতে ছবিট ছড়িয়ে পড়ে।
ইবাংলানিউজ২৪.কমে আরো পড়ুন>>
- সালমান খানের সিনেমা রাধে একদিনে ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক ভিউ অর্জন
- মুক্তির আগেই ৩২৫ কোটি রুপি আয় করলো আরআরআর
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন