নদীর এ কোল ভাঙ্গে ও কূল গড়ে। অভিনেত্রী শ্রাবন্তীর জীবনটাও যেন ঠিক তেমনি। আবারও প্রেমে পড়ছেন শ্রাবন্তী।
তার সাবেক স্বামী রোশন আদালতে গিয়ে আবার সংসার করার প্রস্তাব দিলেও সে কথায় কোন কণ্যপাত করেননি।
এদিকে নতুন করে প্রেম মজেছে অভিরূপ নাগ চৌধুরীর সাথে । এইতো কিছু দিন আগে হীরের আংন্টি অভিরূপে জম্মদিনে উপহার দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর নতুন প্রেমিক ব্যবসায়ী অভিরূপ।
নতুন প্রেমিকের কথা শ্রাবন্তী প্রকাশ্যে না আনলেও অভিরূপ তার ফেসবুক ওয়ালে হিরের আংন্টি হাতে দিয়ে ছবি পোস্ট করেছেন।

অভিরূপ প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। কিন্তু এই গুরুত্ব পূর্ন মানুষ শ্রাবন্তী ছাড়া কেউ নয়। শ্রাবন্তীর নতুন প্রেমিক ব্যবসায়ী অভিরূপ।
রাজনীতেতে যখন ভরাডুবি তখন প্রেমিকের সঙ্গে পাহাড় ভ্রমন ও ইনস্ট্রাগ্রামে পাহাড়ের ছবি টলি পাড়ায় নতুন কৌতুহলের জম্ম দিয়েছে।
খবর-আনন্দ বাজার পত্রিকা।
মন্তব্য করুন