আমির খান ও কিরণ রাও এর ১৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘোষণা।
আমির খান ও কিরণ রাও এর ১৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানছেন।
তাদের দুই জনের যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘোষণা আসে গণমাধ্যমে।
১৫ বছরের বিবাহিত সংসার জীবনে আছে তাদের একটি ছেলে সন্তান যার নাম আজাদ।
তাদের ঐ যৌথ বিবৃতি উল্লেখ করেন, ছেলে আজাদের দেখভালের দায়িত্ব তারা দুজনেই নিবেন।
তারা আরো বলেন, হাসি তামসা ও মজায় আমরা বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়ৈছে। ভালোবাসা , বিশ্বাস , সম্মানের মাধ্যমে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এসব পাশ কাটিয়ে আমারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি , তবে স্বামী-স্ত্রী হিসেবে নয় ।
আমির খান ও কিরণ রাও তারা বুহু দিন ধরেই বিচ্ছেদের পরিকল্পনা করছিলেন এবং তারা দুই জনে আলদা আলদা জীবন যাপন করেবেন বলে জানায় তাদের যৌথ বিবৃতিতে।
তবে ছেলে আজাদের বিষয় ভাবনা আগের মতই থাকবে উল্লেখ করেন বিবৃতিতে।
এদিকে এর আগে ২০০২ সালে আমীর খান বিবাহ বিচ্ছেদ হয় রীনা দত্তের সাথে।
এরপর লগন সিনেমার সুটিং সেটে পরিচয় হয় আমীর খান ও কিরণ রাওয়ের , সেই থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তাদের মধ্যে দীর্ঘদিন লিভ টুগেদার সম্পর্ক থাকার পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন আমির খান।
এরপর সারোগেসির মাধ্যমে ২০২১ সালে তাদের কুল জোড়ে আসে একটি ছেলে সন্তান যার নাম আজাদ রাও খান।
মন্তব্য করুন