দেশের প্রথম টেলিভিশন সংবাদ পাঠক তাসনুভা আনান শিশির। আজ থেকে তিন দিন পর ৮ মার্চ বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করবেন। স্বাধীনতার ৫০ বছর পর হিজরা কোন সাংবাদ পাঠক পেলো দেশ।
- দেশের প্রথম হিজরা সংবাদ পাঠক শিশির।
এছাড়াও একইদিনে একটি নাটকে হিজরা নুসরাত মৌ নামে একজন নাটকে অভিনয় করবেন।
আজ শুক্রবার বৈশাখী টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ।
বৈশাখী টেলিভিশন জানায়, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের একজন টান্সজেন্ডার সংবাদ পাঠ করবেন এবং আরেকজন চাপাবাজ নাটকে অভিনয় করবেন।
টেলিভিশন আরো জানায় , টেলিভিশনের নিয়োমিত বিনোদন অনুষ্ঠান বিভাগে নাটকের মূল চরিত্রের সাথে মৌকে যুক্ত করা হবে। তাকে প্রথম দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসে। ঐ দিন রাত ৯ টা ২০ মিঃ নাটকি সম্প্রচার করা হবে ।
মন্তব্য করুন