ঢাকাই সিনেমা বরবাদ দেশের ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ আজ দেশের ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, যেখানে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটোই রয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দারুণ চলছে। বড় অঙ্কের অর্থ ও জাঁকজমকপূর্ণ আয়োজনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সগুলোতেও ছবিটি খুব ভালো ব্যবসা করছে।
ছবি দেখার জন্য দর্শকদের এত ভিড় হচ্ছে যে হল মালিকদের সামাল দিতে কষ্ট হচ্ছে।
অন্যদিকে, গতকাল শুধু মাল্টিপ্লেক্সগুলোতে ‘বরবাদ’-এর ৬৬টি প্রদর্শনী হয়েছে। নির্মাতা হৃদয় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ দেশের সব মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’-এর ৬৬টি শো হয়েছে এবং সবগুলোই পরিপূর্ণ ছিল। এমনকি মধ্যরাতেও শো চলবে। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন! ‘বরবাদ’ এখন সবদিকে খুব ভালোভাবে চলছে।”
সাধারণত আমাদের দেশে সিনেমা হলগুলোতে দর্শক তেমন দেখা যায় না। তবে ঈদের সময় হলগুলো আবার প্রাণ ফিরে পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘বরবাদ’ নিয়ে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও ছবিটির মধ্যরাতের শো চলছে। এছাড়াও, অনেক হলে টিকিটের দাম বাড়ানো সত্ত্বেও দর্শক ভিড় করছে এবং সিনেমা দেখছে। বেশিরভাগ দর্শকই ছবিটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন।
এ কারণে ছবিটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
প্রায় ১৫ কোটি টাকা খরচ করে ‘বরবাদ’ নির্মাণ করা হয়েছে। এতে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল, যিনি এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ছবিতেও ছিলেন। এছাড়াও ছবিটিতে মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, পশ্চিমবঙ্গের যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্যের মতো অভিনেতারা রয়েছেন। পাশাপাশি, ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান একটি আইটেম গানে অংশ নিয়েছেন।