এখানে ৪২ বছর বয়সী অবিবাহিত টলিউড সুপারস্টার দেবের কথা বলা হচ্ছে। যদিও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার প্রেমের সম্পর্ক কারো অজানা নয়।
দেবের ভক্তরাও চান তাদের প্রিয় অভিনেতা বিয়ে করুক। কিন্তু দেব এতে খুব একটা পাত্তা দেননি। এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, তার বাড়িতে তার মা-বাবাও তাকে বিয়ের কথা বলেন।
দেব বলেন, “মা প্রতিদিন বাড়িতে বলেন— বিয়ে করো, বিয়ে করো, কবে বাচ্চা হবে? বাচ্চা কবে বড় হবে? তুই বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চার বয়স যখন ১০ হবে, তোর তখন ৭০ হবে।
এসব কথা আমাকে প্রায়ই শুনতে হয়।”অভিনেত্রী রুক্মিণী মৈত্র দেবের হাত ধরেই চলচ্চিত্র জগতে আসেন। এই অভিনেত্রী দেবের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় জুটি বেঁধেছেন।
পর্দার রসায়ন তাদের ব্যক্তিগত জীবনেও রূপ নিয়েছে। প্রায়ই তারা একসাথে বিদেশে ঘুরতে যান।রুক্মিণী ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
প্রথম সিনেমাতেই তিনি জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে জুটি বাঁধেন। এরপর তারা ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ সহ আরও কয়েকটি সিনেমায় একসাথে কাজ করেছেন।