বংলাদেশেকে কর দিবে গুগল ,আমাজন,ফেসবুক
বাংলাদেশে কর নিবন্ধন করলো পৃথিবীর বৃহৎ প্রযুক্তি কোম্পানি গুগল, অ্যামাজনের এবং ফেসবুক। এমনি খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের বাংলা অনলাইন নিউজ পোর্টাল।
ডয়চে ভেলে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বরাত দিয়ে জানায়, এনবিআর এর কাছ থেকে ফেসবুক ভ্যাট নিবন্ধন নাম্বার পেয়েছে।
এনবিআর ফেসবুকের তিনটি প্রতিষ্ঠানকে বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার দিয়েছেন ।
ফেসবুক যে সব প্রতিষ্ঠানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছে তা হলো – ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেট।
এর আগে গত মাসে শেষ দিকে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন ভ্যাট নিবন্ধন করে। এখন থেকে ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠাগুলো সরকারকে নিদির্ষ্ট হারে মূসক পরিশোধে বাধ্য থাকবে এবং নিয়োমিত মূসক রির্টান দাখিল করবে।
উল্লখ্য , ফেসবুক , গুগল , ইউটিউব, ইমো , হোয়াটসঅ্যাপ গত ৫ বছরে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছে দেশী প্রতিষ্ঠান থেকে ।
তার মধ্যেগ্রামীণফোন ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার৷ রবি খরচ করেছে ৩২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলালিংক খরচ করেছে ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার৷
বাংলাদেশ, গুগল, ফেসবুক, অ্যামাজন, কর, মূসক, আয়, ব্যবসা, বৈধ, রাজস্ব, এনবিআর, বিটিআরসি, প্রযুক্তি, কোম্পানি, ভ্যাট, বিজ্ঞাপন, ডিজিটাল
মন্তব্য করুন