প্রতিদিন বিভিন্ন কাজে গুগলে সার্চ করে বিভিন্ন তথ্য খোঁজে বের করতে হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনে তেমন একটা যায় না। যেহেতু আমরা সার্চ ইঞ্জিন গুগলেই বেশি বেশি সার্চ করে থাকি , সেহতু সার্চ হিস্ট্রিতে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি অনেক ব্যক্তিগত ও গুরুত্বপূর্ন তথ্যও সার্চ ইঞ্জিন হিস্ট্রিতে থেকে যায়।
সে সব তথ্য বা হিস্ট্রি কিভাবে গুরুত্বপূর্ন সুরক্ষিত বা গোপন রাখা জরুরী।
ভারতে টেকনোলিজ বিষিয়ক সংবাদমাধ্যম গেজেটস নাাউ এক প্রতিবেদনে জানায়, গুগল সার্চ হিস্ট্রি , অ্যাসিসট্যান্টস কমান্ড, ম্যাপ এবং আরো অন্যান্য তথ্য সুরক্ষিত রাখার সুবিধা যুক্ত করেছে ব্রাউজারে।
এই সুবিধা যুক্ত হওয়ার কারনে তৃতীয় কোন ব্যক্তি চাইলেও আপনার কম্পিউটারে প্রবেশ করে তাদের ইচ্ছেমত কোন তথ্যের প্রতি নজর রাখতে পারবেন না । প্রযুক্তির এই সুবিধা পেতে গুগল সার্চ হিস্ট্রিতে যুক্ত করতে হবে পাসওযার্ড। পাসওয়ার্ড যুক্ত করার ফলেই সুরক্ষিত থাকবে গোপন তথ্য সমূহ।
গুগল হিস্টিতে যেভাবে পাসওয়ার্ড যুক্ত করবেন।
১. আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশের পর ওয়েব ব্রাউজারে activity.google.com লিখে ব্রাউজ করুন।
২. এই পেজে শুরুর দিকেই থাকা ‘ম্যানেজ মাই অ্যাক্টিভিটি’ ভেরিফিকেশনে (Manage My activity verification) ক্লিক করুন।

৩. এবার ‘Require extra verification’ নামের অপশনটিতে ক্লিক করে ‘সেভ’ অপশনে ক্লিক করুন।

৪. এ পর্যায়ে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হবে।
৫. পাসওয়ার্ড দিয়ে নিশ্চত করা মাত্রই আপনার সার্চ হিস্ট্রি সুরক্ষিত হয়ে যাবে।
গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড যুক্ত করার পর আপনি যে কোন তথ্য সার্চ করেন না কেন, সেগুলো অন্য কেউ দেখতে পাবে না। পরবর্তীতে পুরো সার্চ হিস্ট্রি দেখতে হলে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আবারও প্রবেশ করতে হবে।
মন্তব্য করুন