আগামী পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষামূলক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর এর কার্যক্রম। বিদেশ থেকে আনা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে সচল থাকবে ১০ দিন।
বিটিআরসির সূত্রে জানা যায়,এনইআইআর সিস্টেমে গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের নাম্বর ও সিম নম্বারের (এমএসআইএসডিএন) সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে ।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, আগামী ৩০ জুন ২০২১ সালের মধ্যে গ্রাহকদের বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
অতএব, আগামী পহেলা জুলাই যেসব মোবাইল ফোন বন্ধ হওয়ার কাথা ছিলো তা আর বন্ধ হচ্ছে না।
কিন্তু ১ জুলাই ২০২১ সালের পর যে সব হ্যন্ডসেট মোবাইল ফোনের নেটওয়ার্কের সাথে যুক্ত হবে তা প্রাথমিকভাবে সচল থাকবে এনআইআর এর মাধ্যমে ফোনের বৈধ্যতা যাচাইয়ের জন্য।
হ্যান্ডসেটি যদি বৈধ হয় তাহলে সংক্রিয়ভাবে মোবাইল ফোনের নেটওয়ার্কে সচল থাকবে ।
আর অবৈধ্য হলে ফোনের বিষয় গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং উক্ত ফোন গুলো বিদ্যমান ফোনের নেটওয়ার্ক তিন মাস সচল রাখা হবে। নির্ধারিত সময় অতিবাহিত হলে অবৈধ্য ফোনটির প্রতি সরকারের সিন্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদেশ থেকে আনা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে সচল থাকবে ১০ দিন।
এনইআইআর কার্যক্রম সম্পর্কে জানতে বিটিআসির হেল্প লাইন ১০০ এবং মোবাইল ফোন অপারেটেদের কাস্টমার কেয়ার নাম্বার ১২১ নাম্বারে ডায়াল করে যোগাযোগ করতে বলেছেন ,বিটিআরসি।
যেভাবে বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন যাচাই ও নিবন্ধন করবেন।
বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কিনা মোবাইল ফোন বা কাউকে দেওয়া উপহারের মোবাইল ফোন দেশে পৌছানোর পর সচল করলে তা স্বয়ংক্রিয়ভাবে দেশের বিদ্যমান মোবাইল নেটওয়ার্কগুলোর মাধ্যমে সচল হবে।
কিন্তু ঐ ফোন সচল হওয়ার ১০ দিনের মাধ্যমে নিবন্ধন না করলে ফোনটি তার বৈধ্যতা হারাবে।
সুতরাং সরকারে সিন্ধান্ত অনুযায়ী ফোনটিকে অবৈধ্য বলে বিবেচিত হবে।
তারপরও ফোনটি দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে তিন মাস সচল রাখা হবে । তার পর সরকারের সিন্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিদেশ থেকে আনা ফোন নিবন্ধন করার জন্য, প্রথমে www.neir.btrc.gov.bd লিংকে প্রবেশ করে অ্যাকাউন্ট নিবন্ধন করুন।
ওয়েবসাইটে প্রবেশ করে স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে আপনার ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই (IMEI)নাম্বার দিন।
এর পর প্রয়োজনীয় কাগজপত্রের ছবি বা স্ক্যান করে ওয়েব সাইটের নির্ধারিত স্থানে আপলোড করুন। যেমন, ভিসা, ইমিগ্রেশনের তথ্য মোবাইল ফোন কিনার রিশদ ইত্যাদি।
এসব কাগজপত্র নির্ধারিত ওয়েব সাইটে আপলোড করার পর স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
বৈধ্য না হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
পরবর্তী তিন মাস উক্ত মোবাইল ফোনের নেটওয়ার্ক সচল থাকবে । তিন মাস পর হলে সরকার ব্যবস্থা গ্রহন করবে বলে জানা যায়। মোবাইল ফোন বিদেশ থেকে আনলে দেশের নেটওয়ার্কে সচল থাকবে ১০ দিন
উল্লেখ্য, মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে গিয়েও এসব সেবা গ্রহন করা যাবে ।
আপনার হাতে থাকা ফোন কিভাবে বর্তমান অবস্থার তথ্য যাচাই করবেন।
আপনার হাতে থাকা ফোনটি থেকে *১৬১৬১# ডায়াল করে ,স্কীনে দেখানো অপশন থেকে স্ট্যাটাস চেক অপশন সিলেক্ট করুন। নেটওয়ার্কে সচল থাকবে ১০ দিন
এর পর আইএমইআই নম্বরটি লিখে সেন্ট করুন।
ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল মোবাইল ফোন সেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।
মন্তব্য করুন