এর আগে ফেসবুক বলেছিলো বাংলাদেশে এই মুহূর্তে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই ।
তবে তারা জানায় বাংলাদেশের সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার সঙ্গে অশিংদারিত্ব ভিত্তিতে কাজ করবে।
কিন্তু এরই মধ্যে ফেসবুক বাংলাদেশে অফিস খোলার বিষয় ইতিবাচক সারা দিচ্ছে বলে জানা যায়।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে তারা। কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে প্রতিষ্ঠানটির অফিস চালু করার পরিকল্পনা রয়েছে
বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই জানায় ফেসবুক। ফেসবুক আরো জানায়, আমরা সম্প্রতি এক পাবলিক পলিসি ম্যানেজার নিয়োগ করেছি।
আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিনিয়োগ করছি। এনজিও, নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে আমরা কাজ করার পরিকল্পনা করছি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে সরকারের প্রতিনিধি দল জানিয়েছিল, ফেসবুক বাংলাদেশে একটি অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ফেসবুক বাংলাদেশে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগ দেবে।
মন্তব্য করুন