ফেসবুকের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করতেই ফেসবুকের নতুন এই ফিচার।
এরই মধ্যে ব্যবহারকারীদের অনেকেই ফেসবুক প্রোটেক্ট নামে নোটিফেকেশন পেয়েছেন।
আগামী ২৮ শে অক্টোবর এর মধ্যে ফেসবুকের এই ফিচার চালু করতে হবে। ফেসবুক জানায় তা না হলে ব্যবহারকারীর ফেসবুক বন্ধ হয়ে যাবে।
ফেসবুকের বরাদ দিয়ে বিট্রিশ গণমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।এদিকে ফেসবুক তাদের নতুন ফিচার ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা প্রধান করেছেন।
ফেসবুকের ওয়েবসাইট থেকে জানা যায়, যারা ফেসবুকের নতুন ফিচার চালু করতে পারবে তারা ফেসবুকের মধ্যমে জানতে পারবেন।
যারা ফেসবুকের নতুন সুবিধায় পড়বেন তাদের ফেসবুকের সিটিং অপশনে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে থেকে প্রোটেক্ট নামে অপশন দেখতে পারবেন।
এই অপশনটি চালু করার পর থেকে , ফেসবুক অনাকাঙ্খিত কোন লগ ইন শনাক্ত করতে পারবে। অনকাঙ্খিত লগইন শনাক্তের পর ফিচার লগইন এর পর কঠোর নিয়ম আরোপিত হবে।
ফেসবুক ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করলে তার অ্যাকাউন্টট আরও দৃঢ় নিরাপত্তা সুরক্ষা পাবে যেমন টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন চালু হয়ে যাবে এবং সম্ভাব্য হ্যাকিংয়ের বিষয়ে নজর রাখা হবে।
মন্তব্য করুন