বাংলাদেশের সরকার ২০১৯ সালে থেকে অনলাইনের মাধ্যেমে জমির নামজারি ও নামজারি বিষয়ক সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহন করে। land.gov.bd
এতদিন পরিক্ষামূলক ভাবে ই-রেজিস্ট্রেশন ও ই মিউটেশন সেবা চালিয়েছিলো।
তারই ধারাবাহিকতায় সরকার ই নামজারির অনলাইন পেমন্ট সিস্টেম চালু চালু করার জন্য আজ ৫ই নভেম্বর ২০২১,শুক্রবার থেকে আগামী ৬ই নভেম্বর ২০২১ ,সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভূমি সংশ্লিষ্ট সকল সেবা ডাউন থাকবে বলে জানা যায়।

সমস্ত সিস্টেম আবার চালু হলে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ভূমি কর দিতে পারবে ভূমি মালিকেরা।
ভূমি সংশ্লিষ্ট সকল সেবা পাওয়ার লক্ষ্যে সরকার ৩৩৩ ও ১৬১২২ কল সেন্টারের নাম্বার চালু করেছে। এই দুটি কল সেন্টারে জমির মালিকের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার , জম্ম তারিখ, ফোন নাম্বার বলে জমির বিভিন্ন তথ্য পাবেন।
এর আগে গত ৮ই সেপ্টম্বর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি তথ্য ব্যাংক ও অনলাইনে ভূমি কর দেওয়ার সেবা উদ্বোধন করেন।
মন্তব্য করুন