নগদের প্রতি সেকেন্ড তিন জনেরও বেশি করে বাড়ছে গ্রাহক সংখ্যা । গ্রাহকেরা আর্থিক একাউন্ড খোলে যুক্ত হচ্ছেন ডিজটাল লেনদেন সঙ্গে ।
সরকারের ডিজিটাল ফাইনালশিয়াল সিস্টেম লেনদেন এর মাধ্যেমে গেলো ৭ মার্চ অ্যাপের মাধ্যমে এবং *১৬৭# ডায়াল করে ২ লক্ষ ৪৭ হাজার নতুন গ্রাহক নগদের সাথে যুক্ত হয়েছেন । এর আগে ৬ মার্চ নতুন গ্রাহক যুক্ত হয় ২ লক্ষ ৫১ হাজার।
নগদে বাড়ছে প্রতি সেকেন্ডে গ্রাহক সংখ্যা।
সংশ্লিষ্টরা জানান, যে কোন প্রক্রিয়ায় এক সাথে এত সংখ্যক গ্রাহক আর্থিক লেনদের সাথে যুক্ত হওয়াটা বিরল ঘটনা।
নগদ হচ্ছে বাংলদেশ ডাক ,টেলিযোগাযোগ এ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এর অধীনে ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান।
নগদ মূলত ডিজিটাল ভিত্তিক আর্থিক মোবাইল ব্যাংকিং সেবা যার মাধ্যেমে অর্থ – আদান প্রদান করা হয় ।
ইবাংলানিউজ২৪™/
মন্তব্য করুন