ট্রেনের টিকিট বিক্রি ডিজিটাল হওয়ার পর থেকেই বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির কাজ পায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সংক্ষেপে সিএনএস নামক প্রতিষ্ঠান।
তারা প্রায় ১৫ বছর ট্রেনের টিকিট বিক্রি করে করে। এদিকে দায়িত্বে থাকে সিএনএসকে অব্যাহতি দিয়ে এবার সহজ লিমিটেটকে টিকিট বিক্রির কাজ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
গত ১৫ ফেব্রুয়ারি সজহ ডট কমের সাথে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে । রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অপর পক্ষে সহজ.কমের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালাক (এমডি) মালিহা এম কাদির।
চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য এ কাজ পেয়েছে সহজ। প্রতিটি টিকিট বিক্রির জন্য রেলের কাছ থেকে মাত্র ২৫ পয়সা নেবে তারা। যেখানে সিএনএস প্রতিটি টিকিট বিক্রির জন্য রেলের কাছ থেকে দুই টাকা ৯৯ পয়সা পেত।
জানা গেছে, আগামী ২১ দিনের মধ্যে কাজ বুঝে নেবে সহজ। এরপর ১৮ মাস তারা আগের সার্ভারে কাজ চালিয়ে যাবে। এরপর প্রয়োজন হলে টিকেটিং সিস্টেমে পরিবর্তন আনবে এবং নিজস্ব সার্ভারে কাজ করবে। সিএনএস এতদিন রেলওয়ের নিজস্ব সার্ভার ব্যবহার করত।
নতুন নিয়মে রেলের টিকিট কিভাবে পাবো।
সার্ভার আপগ্রেডেশন এর জন্যে আগামী ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে না। এ সময় কাউন্টারে টিকিট মিলবে কিন্তু মেনুয়ালি।
২০০৭ সাল থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) রেলের টিকিট বিক্রি করে আসছে। তবে এখন থেকে আগামী ৫ বছর এই দায়িত্ব পালন করবে সহজ ডট কম।
সিস্টেম আপগ্রেডেশন এর জন্যে অনলাইনে কোন টিকিট পাবেন না। সেই সাথে পাবেন না কোন কম্পিউটারাইজ টিকিট। অর্থাৎ এই সময়ে ১০০% হাতে লিখা টিকিট ইসু করা হবে সব কাউন্টারে।
থাকছে না ৫ দিন আগে টিকিট পাবার সুবিধা। টিকিট পাওয়া যাবে যাত্রার ২ দিন আগে। অর্থাৎ আগামী,
২১.০৩.২০২২ ইং এর টিকেট ২০.৩.২০২২ ইং তারিখে দেওয়া হবে,
২২.০৩.২০২২ ইং এর টিকেট ২১.০৩.২০২২ ইং তারিখে দেওয়া হবে,
২৩.০৩.২০২২ ইং এর টিকেট ২২.০৩.২০২২ ইং তারিখে দেওয়া হবে।
২৪.০৩.২০২২ ইং এর টিকেট ২৩.০৩.২০২২ ইং তারিখে দেওয়া হবে।
২৫.০৩.২০২২ ইং এর টিকেট ২৪.০৩.২০২২ ইং তারিখে দেওয়া হবে।
উক্ত সময় কাউন্টারে লাইনে দারিয়ে মেনুয়ালি টিকিট সংগ্রহ করতে হবে।
মন্তব্য করুন