সরকারি উদ্যোগে ভিডিও কনফারেন্সিং অ্যাপ “বৈঠক” নিয়ে আসছে বাংলাদেশ সরকার।
দেশীয় ভিডিও কনফারেন্সীং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ তথ্য প্রযুক্তি বিভাগের প্রোগ্রামারা ।
গত রবিবার ২৫ এপ্রিল অ্যাপটি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য এটি হস্তান্তর করা হয় ।
এই অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, শুরুতেই পররাষ্ট্র মন্ত্রনালয় ব্যবহার করলেও এর পর সরকারি অন্যান্য মন্ত্রনালয় ও বিভাগ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জুম সহ অন্যান্য অ্যাপ বৈশিক হলেও বৈঠক অ্যাপটির ডাটা সেন্টার বাংলাদেশেই বিদ্যমান। তার ফলেও সমস্ত তথ্য বাংলাদেশের ডাটা সেন্টার থেকে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের কথা উল্লেখ করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, মহামারি কোভিড পরিস্থিতির কারনে বাংলাদেশের মানুষেরা ডিজিটাল সেবার প্রযোজনীয়তা ও বাস্তবতা যথাযথ ভাবে উপলদ্ধি করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, অ্যাপটির বেটা ভার্সন ব্যবহারের মাধ্যমে যে সকল পরামর্শ পাওয়া যাবে , সেগুল ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং অ্যাপ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
অ্যাপটি তথ্য প্রযুক্তি বিভাগের নিজেস্ব জনবল দিয়ে তৈরি করা হয়েছে বলে সরকারের কোন অর্থ খরচ হয়নি বলেন জানান প্রতিমন্ত্রী।
এই অনুষ্ঠানে জানানো হয়, “বৈঠক” অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারির অডিও ও ভিডিও এনক্রিপটেড অবস্থায় সার্ভারে প্রেরন করা হয় বলে তথ্য চুরি ও আড়িপাতা সম্ভব নয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব , পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক পার্থপ্রতিম দেব।ে
ইবাংলানিউজ২৪/
সরকারি উদ্যোগে ভিডিও কনফারেন্সিং অ্যাপ বৈঠক নিয়ে আসছে বাংলাদেশ সরকার।
সরকারি উদ্যোগে ভিডিও কনফারেন্সিং অ্যাপ বৈঠক নিয়ে আসছে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন