বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডে(বিটিসিএল) গত ৪ এপ্রিল অ্যাপ ভিত্তিক কথা বলার অ্যাপ “আলাপ” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আলাপ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফোন ইন্সটল করলেই পাবে ১৫ মিনিট ফ্রি । অ্যাপটি সচল করতে ব্যবাহারকারীর জাতীয় পরিচিয় পত্র বাধ্যতামূলক করা হয়েছে।
আলাপ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে পাবেন নতুন একটি নাম্বার যা +৮৮০৯৬৬ দিয়ে শুরু হবে। তাছাড়া অ্যাপটির মাধ্যমে যে কোন ফোনে কথা বলা যাবে , আর থাকতে হবে অবশ্যই ইন্টারনেট কানেকশন।
আলাপ অ্যাপ টু আলাপ অ্যাপে কথা বলা যাবে ফ্রি। আর যে কোন ফোনে কথা বলা যাবে ৩০ পয়সা মিঃ তার সাথে অবশ্যই যুক্ত হবে সরকারি ভ্যাট।
আলাপ অ্যাপ ব্যবহার কারীরা বাংলাদেশ যে সকল নাম্বার +৮৮০৯৬ দিয়ে শুরু সে সব নাম্বারে কথা বলতে পারবেন একদম ফ্রি তে ।
ইবাংলানিউজ২৪/
মন্তব্য করুন