হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসেই চোখ পরীক্ষা করা যাবে।
কেউ হয়তো কোন কারনে চোখের ডাক্তারের কাছে যেতে চায় পারেন না, তবে ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করেই চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করেতে পারবেন। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
তার জন্য একটি উপায় খোঁজে বের করেছেন একটি সংস্থা। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
ভয়েস অব আমেরিকার সংবাদদাতা টিনা ত্রিনহর এর প্রতিবেদনের বরাত দিয়ে ভিওএ বাংলা জানায়, আইকিউ নামক একটি সংস্থা চুক্ষরোগীদের ঘরে বসেই চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।
এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফিবি ইউ বলেন, সাশ্রয়ী মূল্যে সহজেই ঘরে বসে চিকিৎসা করা যাবে নির্ভূলভাবে এবং তা করা যাবে স্মার্টফোনের মাধ্যেমে। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
চোখের দূরের বস্তু ও নিকটবতীর্ বস্তু দেখেত সমস্যা হলে এই যন্ত্র দিয়ে পরীক্ষাকরা যাবে। এই যন্ত্রটির নাম হচ্ছে আইকিউ ভিশনচেক-টু। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
চোখের সম্মুখভাগের লেন্সগুলি চোখের অভ্যন্তরে বক্রারেখা সৃষ্টি করে তার কারনে অনেক সময় আলোর রশ্মিগুলি সাধারন ভাবে ফোকাস করতে পারেনা। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
সাধারনত এই লক্ষণগুলোই হলো চোখের অস্পষ্টতা দৃষ্টির লক্ষণ।এই সমস্যা অনায়েশে ভিশনচেক-টু যন্ত্রদিয়ে পরীক্ষা করা যাবে। স্মার্টফোন দিয়ে চোখ পরীক্ষা করা যাবে ঘরে বসেই।
মন্তব্য করুন