গত বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইকুপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বাং এনইআইআর এর কার্যক্রম আগামী তিন মাসের জন্য পরিক্ষামূলকভাবে চালু হয়েছে।
এই কার্যক্রমটি চালু করেছে বাংলাদেশ টিলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।
এই সেবা চালুর পর কিভাবে বিদেশ থেকে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসতে পারবে তা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থা। বিদেশ থেকে মোবাইল হ্যান্ডসেট আনতে কি কি কাগজপত্র লাগবে।
বিটিআরসি জানায়,
- চুরি হওয়া মোবাইল ফোন যথাযথ নথি জমা দিয়ে উক্ত মোবাইল ফোন নিষ্ক্রিয় করার সেবা আগামী তিন মাস ন্যাশনাল ইকুপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বাং এনইআইআর এর কার্যক্রম পরিক্ষামূলক ভাবে শেষ হলে চালু করা হবে।
- এখন থেকে মোবাইল ফোন কিনার আগে থেকে উৎপাদনকারী বা আমদানিকারক বিটিআরসির ডাটাবেইজে অফিশিয়াল IMEI যুক্ত করবেন।
- একজনে ব্যক্তি বিদেশ সর্বোচ্চ ৭ টি মোবাইল ফোন বাংলাদেশ নিয়ে আসতে পারবে । তবে একটি মোবাইল ফোনে ব্যক্তি গত ব্যবহারের ক্ষেত্রে শুল্ক ছাড়া অন্য ৬ টি মোবাইল ফোনর ক্ষেত্রে শুল্ক দিয়ে আনতে পারবেন।
- গত ৩০ জুন রাত ১২ টা থেকে যেসব মোবাইল ফোন চালু থাকবে সে সব মোবাইল ফোন সয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।
- মোবাইল ফোনের স্লটের সীম অনুযায়ী হ্যান্ডসেটের নাম নিবন্ধিত হবে।
- পৃথক পৃথক দুটি নামে মোবাইল ফোনের সীম স্লটে সীম থাকলে পৃথক দুটি নামেই মোবাইল হ্যান্ডসেটের নাম নিবন্ধন হবে।
- এদিকে বিদেশ থেকে মোবাইল হ্যান্ডসেটে আনার ক্ষত্রে নথি পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়ছে ।
- যেসব কাগজপত্র জমা দিতে হবে তা হলো- সর্বোচ্চ দুটি ফোন নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নম্বর ও পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিলসংবলিত পাতার স্ক্যান/ছবি লাগবে।
- বিদেশ থেকে শুল্ক পরিশোধ সাপেক্ষে আনা সর্বোচ্চ ছয়টি হ্যান্ডসেট নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নম্বর, পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া সিলসংবলিত পাতার স্ক্যান/ছবি ও কাস্টমস শুল্ক পরিশোধসংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি লাগবে।
- বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েসের স্ক্যান/ছবি, প্রাপকের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান/ছবি এবং কাস্টমস শুল্ক পরিশোধসংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি জমা দিতে হবে।
- অন্যদিকে , সয়ংক্রিয়ভাবে হ্যান্ডসেট নিবন্ধিত না হলে উক্ত মোবাইল ফোনে মেসেজ যাবে। আর নিবন্ধন হলে মেসেজ যাবে না বলে জানায় বিটিআরসি।
- শুধুমাত্র বিদেশ থেকে পাওয়া মোবাইল হ্যান্ডসেট ক্ষত্রে নিবন্ধনের সুযোগ থাকবে ।
- দেশ থেকে কিনা মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনের সুযোগ নেই জানিয়েছে বিটিআরসি।
- কোন কারনে ৩০ জুন রাত ১২ টার পর বিটিআরসির ডাটাবেইজে যুক্ত না হলে পরিক্ষমূলক ৩ মাস ঐ হ্যান্ডসেট ব্যবহবার করতে পাবরেন।
- এর পরের সিন্ধান্ত সরকার সিন্ধান্ত অনুযায়ী হবে বলে জানায় বিটিআরসি।
- গত ১ জুলাই থেকে *১৬১৬১# ডায়াল করে মোবাইল হ্যান্ডসেট বর্তমান অবস্থা বিষয় জানা যাবে । মোবাইল হ্যান্ডসেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ১২১ ও ১০০ তে কল করে জানা যাবে।
মন্তব্য করুন