বাংলাদেশে স্থাপিত কারখানায় স্থানীয়ভাবে সম্পূর্ণ ‘মেইড ইন বাংলাদেশে’ লিখা স্মার্টফোন নিয়ে আসছে রিয়েল মি।
এর আগে রিয়েলমি বাংলাদেশে অফিশিয়ালভাবে কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।
রিয়েল মি মেইড ইন বাংলাদেশ ট্যাগে যে ফোন প্রথমবারের মতো বাজারে আনছে তাহলো “রিয়েলমি সি২১” স্মার্টফোন।
রিয়েল মির পাটর্সগুলো দেশের কারখানায় অ্যাসেম্বল করা হয় । রিয়েল মি রাইনল্যান্ড হাই রিলায়বিলিটি কোয়ালিটি সনদ প্রাপ্ত একটি ব্যান্ড।
রিয়েলমি মি ২১ স্মার্টফোনে আছে ৫ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি , আছে ১৩ মেগাপিক্সেল তিন ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়েল মি ফোনটি বাজার মূল্য যথাক্রমে ৩+৩২ ১০ হাজার টাকা এবং ৪+৬৪ ১১ হাজার টাকায়।
মন্তব্য করুন