বাজারে যুক্ত হলো বাজাজের আরো একটি নতুন বাইক। দুই দশক ধরে স্পোর্টস মোটরসাইকেলের বিশ্বকে শাসন করে চলেছে বাজাজ। এবারের মডেলের নাম বাজাজ পালসার এন২৫০ এবং বাজাজ পালসার এফ২৫০। পালসার লাইনআপে বাইকটি সবচেয়ে শক্তিশালী মডেল হবে বলে আশা করা যাচ্ছে।
ভারতীয় বাজারমূল্যে বাজাজ পালসার এন২৫০ বাইকটি ১ লক্ষ ৩৮ হাজার এবং বাজাজ পালসার এফ২৫০ বাইকটি ১ লক্ষ ৪০ হাজার। বাজারে পালসার এন ২৫০ মডেলটি সেমি ফেয়ার্ড অবতারে আসবে বলেই ধারনা অটো-এক্সপার্টদের। এতে ২৫০ সিসির নতুন অয়েল- কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।

এর হেডল্যাম্প ইউনিট বর্তমান প্রজম্মের পালসার ২২০ এফ বাইকে উল্লম্ব ভাবে অর্থ্যা লম্বালম্বি বা ভ্যার্টক্যাল অবস্থানরত প্রজেক্টর ইউনিটের থেকে সম্পূর্ণ আলাদা । পালসার ২৫০ এর সাইড ফেয়ারিং বড় এবং নতুন ডিজাইনের ভেন্ট দিয়ে আপডেট করা থাকবে।

আশা করা যাচ্ছে, বাইকটির ইঞ্জিন , মাইলেজ, টেক-ফিচার ও আউটলুক ক্রেতাদের চিহিদা মোটাতে সক্ষম হবে।
নিঃসন্দেহে বাজারে এই নতুন বাইক চলতি বাজারের আপডেট বাইক হতে চলেছে। এই বাইকে থাকছে স্পোর্টি সিপ্লট সিট , কালো অ্যালয় হুইল, এলইডি টেইল ল্যাম্প। বাজাজ পালসার ২৫০ এর উইন্ডোস্কীন একটু উঁচু রাখা রয়েছে। যাতে বাতাসে ধাক্কা কম লাগে।
মন্তব্য করুন